ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বোমা সাদৃশ্য বস্তু  উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জুন ১৪, ২০২২
ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বোমা সাদৃশ্য বস্তু  উদ্ধার

খুলনা: খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে কে বা কারা ৬টি লাল টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু ফেলে রেখে গেছেন।  
 

রূপসা উপজেলার শ্রীফলতলায় অবস্থিত  ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে সোমবার (১৩ জুন) রাত সাড়ে আটটার দিকে পুলিশ এগুলো উদ্ধার করে।

 

অনেকে ধারণা করছেন, বোমা সাদৃশ্য বস্তু আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ রেখে  গেছেন।  

পুলিশ জানায়, বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে রূপসা থানায় খবর দিলে থানা পুলিশ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিয়ে যায়।  

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন,রাত সাড়ে আটটার দিকে খবর পেয়ে বোমা সাদৃশ্য বস্তুগুলো ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়।  
তবে  কে বা কারা এটা ফেলে রেখেছেন সে সম্পর্কে জানাতে পারেননি ওসি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআরএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।