ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জুন ১৪, ২০২২
না.গঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন শুক্রবার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির সম্মেলন হবে ১৭ জুন (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (১৪ জুন) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মসিউর রহমান রাঙ্গা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেফটেনেন্টে জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, নাজমা আক্তার, মেজর (অব.) রানা মো. সোহেল, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের, ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মিসবাহ।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ কে এম সেলিম ওসমান এবং প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।  

সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সানাউল্লাহ সানু। সম্মেলন সঞ্চালনা করবেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব আফজাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।