ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফের করোনায় আক্রান্ত মোয়াজ্জেম হোসেন আলাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জুন ২৯, ২০২২
ফের করোনায় আক্রান্ত মোয়াজ্জেম হোসেন আলাল ফাইল ফটো

ঢাকা: আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ভারতে যাওয়ার পূর্বে করোনা পরীক্ষা করালে মঙ্গলবার (২৮ জুন) পজিটিভ রিপোর্ট আসে তার।

বুধবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। সেদিন বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। তারপর উচ্চ আদালতের নির্দেশে আবার ভারতে যাওয়ার পূর্বে করোনা পরীক্ষা করালে তার পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে, ২০২০ সালের ২ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়ঃ ১২৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।