ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্কুলের প্রধান শিক্ষক হতে চান বিএনপি নেতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জুলাই ২, ২০২২
স্কুলের প্রধান শিক্ষক হতে চান বিএনপি নেতা

পাথরঘাটা, (বরগুনা): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চান ইউনিয়ন বিএনপির একজন সাধারণ সম্পাদক।  তিনি হলেন বরগুনার পাথরঘাটার দুই নম্বর নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩ নম্বর উত্তর মানিকখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ।

তিনি একই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে হাল ধরে বিএনপিকে শক্তিশালী করতে চান।

হারুন অর রশিদ উপজেলার এক নম্বর রায়হানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড গোলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে।

জানা গেছে, হারুন অর রশিদ বিএনপির নেতা হওয়ার জন্য ইতোমধ্যে পাথরঘাটা উপজেলা ও বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীসহ বিএনপির ঊর্ধ্বতন অনেক নেতাকর্মীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবার (১ জুলাই) বিএনপির কমিটি গঠন করার লক্ষ্যে পাথরঘাটা উপজেলা বিএনপি কার্যালয় দিনব্যাপী আয়োজিত কর্মী সভায় হারুন অর রশিদ অংশ নেন।

এজেডএম সালেহ ফারুকের সভাপতিত্বে ওই কর্মী সভায় বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ন আহ্বায়ক, সদস্য চৌধুরী মোহাম্মদ ফারুক, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন, শাহাবুদ্দিন সাকু, তালিমুল ইসলাম পলাশ, ফজলুল হক মাস্টার ও আমেনা বেগম।

কর্মী সভায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা বলেন, এ  সভার মাধ্যমে পেছনের দিনে যারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন তাদের নিয়ে উপজেলা বিএনপি ও পাথরঘাটা পৌর বিএনপির আগামী নেতৃত্ব নির্বাচন করা হবে।  

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম বলেন, সরকারি কোন কর্মকর্তা দলীয় কোন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না। যদি কোন শিক্ষক বা কোন কর্মকর্তা দলীয় কার্যক্রমে জড়িত হয়ে থাকেন নির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বিএনপির সভায় যাননি বলে অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমাকে শত্রুতামূলক ফাঁসানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।