ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জুলাই ৩, ২০২২
কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।  

রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফয়সাল উদ্দীন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ছিল খুরুশকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন শেষে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরারপথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ফয়সালের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই ঘটনায় সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।