নাটোর: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করায় দেশের অর্থনীতি শোচনীয় অবস্থায় রয়েছে। বাংলাদেশ আগামী এক মাসের মধ্যেই শ্রীলঙ্কায় পরিণত হবে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে নাটোরে বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাটোর শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে কুইক রেন্টালের নামে উইক বিদ্যুৎ দিয়েছে সরকার। আর তাই এখন আর নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ দিতে পারছে না তারা।
বড়াইগ্রাম পৌর বিএনপি'র আহ্বায়ক একেএম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসাহাক আলীর সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
ইআর