ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চায়ের আগে চাই কেয়ারটেকার সরকার: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
চায়ের আগে চাই কেয়ারটেকার সরকার: ফখরুল কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়ের নিমন্ত্রণে যাওয়ার আগে কেয়ারটেকার সরকারের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি ও লুটপাটের খেসারত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৩ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যায়, তাহলে চা খাওয়াবেন। এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, তার আগে বলে দেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি। সেটা বলে দেন, সেখানে চা-টা খাওয়ালে অসুবিধা নেই। আগে ঘোষণা করুন কেয়ারটেকার সরকার মেনে নেবেন।

মির্জা ফখরুল বলেন, আমি শনিবারও বলেছি একমাত্র সমাধান হচ্ছে একটা প্রতিনিধিত্বমূলক সংসদ ও জবাবদিহিতামূলক সরকার গঠন করতে হবে। আজকে এতকিছু ঘটছে কেন, দেয়ার ইজ নো অ্যাকাউন্টিবিলিটি। তাদেরকে কোথাও কোনো রকমের জবাব দিতে হয় না। বিদ্যুতে ইনডেমনিটি দিয়েছে। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেটা আনবেন সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। কোনো কর্মকর্তার নামে মামলা করা যাবে না। কিছু করা যাবে না। যেখানে ইনডেমনিটি দেওয়া হয় সেখানে কি করে বলবেন যে দুর্নীতি হবে না। তাই এসব হালকা কথা বলে লাভ নেই। এসব চা-টা খাওয়ার কথা বলে লাভ নেই। এবার একটাই কথা, পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন।  

অ্যাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অ্যাবের সদস্য সচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহ সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মাহবুব আলম, শাহাদাত হোসেন বিপ্লব, প্রকৌশলী মুঈদ রুমী, প্রকৌশলী আশরাফ উদ্দিন, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী আব্দুস সালাম, প্রকৌশলী নিয়াজ উদ্দিন, প্রকৌশলী সুমায়েল, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী আসিফ রচিসহ অ্যাবের সিনিয়র নেতারা।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।