ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাপা চেয়ারম্যানের সঙ্গে এবি পার্টির নেতাদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ২৪, ২০২২
জাপা চেয়ারম্যানের সঙ্গে এবি পার্টির নেতাদের সাক্ষাৎ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা।

রোববার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ এবি পার্টির নেতাদের স্বাগত জানান জাপা চেয়ারম্যান।

সভায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এ টি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।  

আমার বাংলাদেশ পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, বি এম নাজমুল হক, সিনিয়র সহ-সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এ বি এম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর আলতাফ হোসাইন, সহ-সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান রনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।