ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫, ১০ গাড়ি ও ১৭ বাইক ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫, ১০ গাড়ি ও ১৭ বাইক ভাঙচুর

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির সমাবেশস্থলে যাওয়ায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ নেতাকর্মী।

 

ঘটনার সময় ভাঙচুর করা হয়েছে ১৭টি মোটরসাইকেল, ছয়টি পিকআপ ভ্যান ও চারটি বাস।

রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চারান বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চারান বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে হঠাৎ করেই স্লোগান দিয়ে লাঠিশোটা নিয়ে সমাবেশ স্থলে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপির নেতাকর্মীদের মারধর করেন। পরে সভাস্থলে থাকা ১৭টি মোটরসাইকেল, ছয়টি পিকআপ ভ্যান ও চারটি বাস ভাঙচুর করে চলে যান।

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবালের দাবি, শান্তিপূর্ণ সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ হামলা চালিয়েছে।  

তবে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ছাত্রলীগ রাস্তার ওপর মিছিল করছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এলে দু’পক্ষের সংঘর্ষ হয়। এসময় দু'পক্ষের লোকজন চারটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।