ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবদল-ছাত্রদলের শতাধিক নেতার নামে ডিজিটাল আইনে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
যুবদল-ছাত্রদলের শতাধিক নেতার নামে ডিজিটাল আইনে মামলা

হবিগঞ্জ: হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় ছাত্রদল ও যুবদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

এতে ৬৪ জনের নামোল্লেখ ও আরো ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ‘জননেত্রীর সৈনিক লীগ’ হবিগঞ্জের সভাপতি এসএম মানিক ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করেন। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ছিল। কিন্তু জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম এ ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে অন্যান্য নেতাকর্মীরা তা প্রচার করতে থাকেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পুলিশ হাফিজুল ইসলাম হাফিজসহ দু’জনকে গ্রেফতার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মামলা দায়েরের পর দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামিরা হলেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহিন তালুকদার, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, যুবদল নেতা জুয়েল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফয়সল, সহ-সভাপতি রায়হান বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অলিউর মিয়া, জেলা যুবদল নেতা সরাজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি কে ঝলক এমএ মতিন, রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম পাপ্প, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাসেল, হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আশরাফ আহম্মেদ, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম সাগর, যুবদল নেতা সাইফুর রহমান, কাউছার মিয়া, বিশাল মাহমুদ বিল্লাল, রিয়াজ সারফিন গোলাম আজম চৌধুরী ওয়াক্কি, নকিব ফজলে রকিব, ইয়াজ উদ্দিন রাসেল জহির লস্কর, শরীফ আহমেদ ঠাকুর, সালাউদ্দিন ফারুক, শেখ সুহেল আহমদ, মোশারফ আল মামুন, এমরান হোসেন, ফখরুল ইসলাম, শেখ শিপন, অলিউর রহমান, আবুল কালাম মিটু, জহিরুল ইসলাম সোহেল,  মোশাহিদুল আলাম মুরাদ, অনিবার্ণ নাগ অনি, হুমায়ুন মিয়া, নুরুল আমীন, মিলন মিয়া, মো. সামছুল ইসলাম,  পারভেজ মিয়া, ডা. শফিকুল ইসলাম, শাহ আলম গোলাপ, রফিক মিয়া, রাসেল, শাহাব উদ্দিন, মিজান মিয়া, মারুফ আহম্মেদ, জামিল চৌধুরী, মোজাম্মেল মিয়া, রিয়াজ আহমেদ ও জনি পাঠান।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।