ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে: আমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে: আমু ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এ দেশের মানুষ আবারও জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

১৪ দলীয় সরকার এ দেশে আবারও প্রতিষ্ঠিত হবে।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আমির হোসেন আমু এ কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

সাবেক মন্ত্রী আমু বলেন, এ দেশের মানুষের জন্য যা করণীয় তা শেখ হাসিনা করে যাচ্ছেন। তাদের অধিকার আদায়, উন্নয়নের স্বার্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সব কাজই আস্তে আস্তে শেষ করে যাচ্ছেন। সেজন্যই বিএনপি, জামাত ও স্বাধীনতা বিরোধীরা তাকে সহ্য করতে পারে না। এ কারণেই তারা ২১ এ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মানুষের অসীম দোয়ায় সেদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন।

তিনি বলেন, আমরা সব সময়ই রাজনৈতিকভাবে বিএনপি জামায়াতকে পরাজিত করেছি, সামনের নির্বাচনেও পরাজিত করব।

আমু বলেন, ২০০৪ সালে যারা গ্রেনেড হামলার মত নিকৃষ্ট কাজ করল, হত্যাযজ্ঞ চালাল এরাও এখন মানবতার কথা বলে। আবার রাজনীতিও করছে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকারকে উৎখাত করা। কারণ এ সরকার তাদের এতো ক্ষতি করছে এটা তারা পূরণ করতে পারছে না। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে তারা যে আশা পূরণ করতে চেয়েছিল, তা তারা পূরণ করতে পারছেনা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করেননি। মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল- এ দেশের মানুষের মুখে হাসি ফোটানো সেটিও পূরণ করেছেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সভায় আওয়ামী লীগ ও এর অংগ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।