ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

থমথমে সোনাগাজী, ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
থমথমে সোনাগাজী, ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

ফেনী: ফেনীর সোনাগাজীতে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বিরাজ করছে থমথমে অবস্থা। পৌর শহরে টহল জোরদার করেছে পুলিশ।

মাঝে মধ্যে ককটেল বিষ্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।

সোমবার (২৯আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি অবস্থান নিয়ে কর্মসূচি করছে শরতলীর ভৈরব রাস্তার মাথায়। অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে শহরের জিরো পয়েন্টে। আর আগে সকাল থেকেই থেমে থেমে চলছিল সংঘর্ষ।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড টিয়ালশেল নিক্ষেপ করেছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন এ তথ্য জানিয়েছেন। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।

এদিকে বিএনপি অভিযোগ করেছে, তাদের ৫ কর্মী আহত হয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি।   একই স্থানে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই দলের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সকাল থেকে পৌর শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রাখতে দেখা গেছে। সড়কে মানুষের চলাচলও রয়েছে অন্যান্য দিনের তুলনায় কম। এদিকে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

বিকেল তিনটার দিকে পৌর শহরের আল হেলাল একাডেমি সংলগ্ন গোবাজার মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সমন্বয়ক আকবর হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে দু’পক্ষের এমন মুখোমুখি অবস্থানের কারণে সোনাগাজী পৌর শহরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

>>> আরও পড়ুন: সোনাগাজীতে দুপক্ষের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

বাংলাদেশ সময়:  ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।