নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় নিহতের পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আল্লাহ এই নির্মম হত্যার বিচার করবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের নবীনগরে নিহত যুবদল নেতা শাওনের বাসায় যান ফখরুলসহ বিএনপি নেতারা।
নিহতের পরিবারকে বিএনপির পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচারসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব।
পরে নিহতের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দেয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন প্রধান।
ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলসহ অন্যান্য নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে নারায়ণগঞ্জের ফুতুল্লা থানার নবীনগর বাজারে শাওনের বাড়িতে পৌঁছে বিএনপি মহাসচিব শাওনের কবর জিয়ারতের পাশাপাশি তার মা ও দুই ভাইকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল। পরে তার ঘরে মোনাজাতে নিহতের রূহের মাগফেরাত কামনা করেন বিএনপি নেতারা।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমআরপি/এসআইএস