ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কানাডিয়ান হাই কমিশনের কর্মকর্তার সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
কানাডিয়ান হাই কমিশনের কর্মকর্তার সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা: ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকের একদিন পর কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক করলো বিএনপি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, কানাডা হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর ব্রাডলি কোটস বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। বৈঠক শেষে দুপুর ১টার দিকে তারা গুলশান অফিস থেকে বের হয়ে যান।

এ সময় গুলশানের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে একটি সূত্র জানায় যেহেতু কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক হয়েছে সেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।