ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

রাষ্ট্রের উন্নয়ন মানে শেখ হাসিনা: পার্বত্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, সেপ্টেম্বর ২৩, ২০২২
রাষ্ট্রের উন্নয়ন মানে শেখ হাসিনা: পার্বত্যমন্ত্রী

রাঙামাটি: রাষ্ট্রের উন্নয়ন মানে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নের কোটি টাকা কাজের উন্নয়নমূলক প্রকল্পের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। সারা দেশে উন্নয়নের জোয়ার চলছে। সেতু, সড়ক, শিক্ষা, ধর্ম সব ক্ষেত্রের উন্নয়নে সরকার কাজ করছে। বর্তমান সরকারের আমলে উন্নয়নে পিছিয়ে নেই পার্বত্য চট্টগ্রাম। আমরা যদি সবার ভেদাভেদ ভুলে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করি তাহলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতেকার আহমেদ, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরীসহ কাপ্তাই উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়, উদ্বোধন করা চারটি প্রকল্পের মধ্যে ৯০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে ত্রিপুরা সুন্দরী কালীবাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নারানগিরি মসজিদুল আকসা ভবন নির্মাণ এবং ২০ লাখ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণসহ চারটি প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।