ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
দেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু: জিএম কাদের

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের অমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনার এর বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

 

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান।  

এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাই কমিশনার বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন।  তারা দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।  

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।  এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গী ও হাইকমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।