ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খুলনার সমাবেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দায় সরকারের’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
‘খুলনার সমাবেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দায় সরকারের’

ঢাকা: খুলনায় বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে সরকার বাধার সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুলনার সমাবেশে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তার দায় সরকারের।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

মির্জা ফখরুল বলেন, খুলনার সমাবেশ ঘিরে ইতোমধ্যে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শুনতে পাচ্ছি ট্রেন সার্ভিসও বন্ধ করা হবে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়েছে। সমাবেশের সমন্বয়কারী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে বাসায় অবস্থান করছেন সেই বাসায় পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে। এখন নির্দেশ দেওয়া হয়েছে রাস্তাঘাটে যাকে যেখানে পাওয়া যাবে তাকে আটক করা হবে। ইতোমধ্যে সরকারি দলের লোকেরা রামদা নিয়ে মিছিল করেছে।

খুলনায় শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্যথায় যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তার দায় সরকারের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান টুকু।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।