ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

রওশনের সম্মেলন কমিটিতে কে আর ইসলাম-হাবিবুল্লাহ বেলালী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, অক্টোবর ২১, ২০২২
রওশনের সম্মেলন কমিটিতে কে আর ইসলাম-হাবিবুল্লাহ বেলালী

ঢাকা: ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান উপদেষ্টা রওশন এরশাদের ডাকা আগামী ২৬ নভেম্বর দলের ১০ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গঠিত প্রস্তুতি কমিটির সদস্য ডা. কে আর ইসলাম ও ক্বারী হাবিবুল্লাহ বেলালীকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ব্যাংকক থেকে টেলিফোনে তাদের পদন্নোতির বিষয়ে অনুমতি দিয়ে পত্র জারির আদেশ করেছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রওশন এরশাদ।

পদন্নোতিপত্রে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।