ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল গণসমাবেশে জনস্রোত থামিয়ে রাখা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
বরিশাল গণসমাবেশে জনস্রোত থামিয়ে রাখা যাবে না

বরিশাল: বরিশালে ৫ নভেম্বরের গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে বরিশালের বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা.
এ জেড এম জাহিদ হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ৫ নভেম্বর বরিশাল গণসমাবেশের শহর হয়ে উঠবে। বাস, লঞ্চ থ্রি-হুইলার বন্ধ করে জনগণকে আটকে রাখা যাবে না। যেমনটা ময়মনসিংহ, চট্রগ্রাম, রংপুর ও খুলনায় করেও জনস্রোত ঠেকানো যায়নি। বরিশালের জনগণকেও সরকার আটকে রাখতে পারবে না।

তিনি বলেন, বরিশাল হচ্ছে খালেদা জিয়া ও ধানের শীষের ঘাঁটি, তাই বরিশালের মানুষ জানে কীভাবে গণসমাবেশ সফল করতে হবে। এবারের সরকার পতনের গণসমাবেশ
বরিশালের অতীতের রেকর্ড ভেঙে ফেলা হবে।

এ সময় মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, বিএনপির গণসমাবেশ ব্যাহত করতে সরকার পরিকল্পিতভাবে মাঠের অর্ধেক স্থান নাটকীয়ভাবে মাঠ দখল রাখার কাজ করছে। এভাবে ক্ষমতার প্রভাবে বিএনপির গণসমাবেশে আসা জনস্রোত থামিয়ে রাখা যাবে না। সরকার দলীয় লোকদের সকল অত্যাচার,হামলা ও বাধা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করে আমাদের সমাবেশ সফল করবোই।

এ সময় বিএনপি মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজামান ফারুক জানান, বাস, থ্রি হুইলার বন্ধের ঘোষণা এসেছে। তবে যদি সবকিছুও বন্ধ করে দেওয়া হয় তারপরেও মানুষ আসবেন। এক সময়ে মানুষ হেঁটে হজ করতে যেত, দরকার হলে সেভাবেই আসবেন। তিন দিন আগে থেকেই মানুষ আসা শুরু করবে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে। বরিশালে বিএনপির যাদের বাড়ি রয়েছে,তারা আগত এসব নেতা কর্মীদের সেসব বাড়িতে আশ্রয় দেবেন। আমরা জানতে পেরেছি হাজার হাজার নেতাকর্মী আসবেন এ সমাবেশে। এটি আসলে জনসমুদ্রে পরিণত হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমাদের বহু নেতা কর্মী বরিশালে অবস্থান নিয়েছে, আগামী ৫ তারিখে গণসমাবেশের আগ পর্যন্ত তারা পর্যায়ক্রমে বরিশালে আসবেন।

আমাদের ওপর বিভিন্ন বাধা ও হামলা হলেও আমরা সমাবেশ সফল করতে এই বিষয়ে এখন চিন্তা করছি না। প্রশাসন আমাদের বেলস পার্কের (বঙ্গবন্ধু উদ্যানের) আংশিক দিয়েছে। ইতোমধ্যে তারা তাদের অনুষ্ঠান রয়েছে উল্লেখ করে মূল মঞ্চ পুরো মাঠ ব্যবহার করতে দেয়নি। ফলে বাধ্য হয়ে আমরা পূর্ব দিকে মুখ করে মঞ্চ তৈরি করছি।  

তিনি বলেন, প্রশাসন আমাদেরকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে। অপর সাইডে আওয়ামী লীগ মাঠ দখল করে রেখেছে যাতে করে বিএনপির সমাবেশের লোক সমাগম বেশি না হয়।  

গণ সমাবেশ মঞ্চ তৈরির কাজে নিয়োজিত বিএনপি নেতা আবুল হাসান লিমন জানান, লম্বায় ৫০ ফুট ও প্রস্থে ৩৫ ফুট  মঞ্চ তৈরির কাজ চলছে।

এদিকে ৫ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য বরিশালসহ বিভাগ ও জেলার বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, পথ সভাসহ বিভিন্ন দলীয় সভা করছেন বিএনপি নেতাকর্মীরা।  

এছাড়া এরইমধ্যে সমাবেশ উপলক্ষে দলীয় কার্যলয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ব্যানার, বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।