ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সাভারে গ্যাসের ১ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
সাভারে গ্যাসের ১ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুরে দুই কিলোমিটার এলাকার প্রায় এক হাজার বাসা-বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কতৃপক্ষ।

এ সময় গ্যাসের অবৈধ ব্যবহারকারী দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার তাজপুর ও কাশিমপুরের বাগবাড়ী এলাকায় এ অভিযানটির নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন হাওলাদার।  

তিতাস গ্যাসের প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, আমরা আজকে আশুলিয়ার তাজপুর ও গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেছি। এতে দুই কিলোমিটার এলাকার প্রায় এক হাজার বাসা-বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া গাজীপুর জেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট কাশিমপুরে দু’জন অবৈধ সংযোগকারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।

এসময় অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।