ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটের উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুর: স্ট্রিম পাইপ ফেটে যাওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৭টার দিকে ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

প্রতিদিন এ ইউনিট থেকে ২৭০-২৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।

উৎপাদন বন্ধের বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার সন্ধ্যার দিক থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এটা মেরামত করতে দুই থেকে তিন দিন সময় লাগবে। বর্তমানে ১ নম্বর ইউনিটের উৎপাদন সচল রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, ২০০৬ সালে গড়ে ওঠা কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিটের উৎপাদন চালু আছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ইউনিট থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবারহ করা হয়। এটি সচল রাখতে দৈনিক ৯০০ থেকে এক হাজার মেট্রিকটন কয়লা লাগে। আর দ্বিতীয় ইউনিটটি সংস্কারের জন্য ওভারহোলিংয়ের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।