ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে রোববার অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষাকারী কমিটি।
এ সময় বিক্ষুদ্ধ জনতা আধাঘণ্টা উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় মধুখালী উপজেলা বিদ্যুৎ স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে উপজেলার কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি আখচাষী কল্যাণ সংস্থার ভবনের সামনে থেকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে বিদ্যুৎ অফিসের সামনে এক সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পেয়ে মধুখালী থানা পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করলেও সাধারণ জনতার তোপের মুখে ব্যর্থ হন তারা।
পুলিশের বাধা উপেক্ষা করেই তারা নির্ধারিত কর্মসূচি পালন করেন।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আ. মালেক শিকদারের সভাপত্বিতে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাইদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব কামরুজ্জামান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা প্রমুখ।
মধুখালী থানার ওসি মুহসিনুল হক বিক্ষোভ ও সমাবেশের কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০০, ১৩ মে, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর