ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

জ্বালানি নিরাপত্তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, আগস্ট ৯, ২০১২
জ্বালানি নিরাপত্তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

ঢাকা: জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।



সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত এই র‌্যালিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

র‌্যালিতে অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, জ্বালানি বিভাগ সচিব মেজবাহ উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুকসহ জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা, গ্যাস সেক্টরের বিভিন্ন কোম্পানি সমুহের কর্মকর্তা কর্মচারীরা।

বাংলাদেশ: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
ইএস/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ