ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দেশে ৩ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
দেশে ৩ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে ফাইল ফটো

ঢাকা: দেশের দুটি এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) একটিতে রক্ষণাবেক্ষণের কাজের ফলে দেশব্যাপী গ্যাসের স্বল্পচাপ থাকবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে আরেকটি এফএসআরইউ দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘন ফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

অর্থাৎ দেশে এখন প্রায় দুই হাজার ৭শ এমএমসিএফডি পাওয়া যাচ্ছে।  রক্ষণাবেক্ষণের সময় কমে দুই হাজার ৫শ এমএমসিএফডিতে নেমে আসবে। দেশে গ্যাসের মোট চাহিদা প্রায় তিন হাজার ৮শ এমএমসিএফডি।

জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।