ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

১২ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
১২ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিট 

দিনাজপুর: ১২দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর ইউনিট।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় ইউনিটটি।

এসময় উৎপাদিত প্রায় ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে সন্ধ্যায় ৫২৫ মেগাওয়াটসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির তিন ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়।  

বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটির মধ্যে চালু রয়েছে দুইটি ইউনিট। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি ওই ইউনিটের পানির পাইপ ফেটে যাওয়ার পাশাপাশি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চলমান সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন তিন নম্বর ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।  

বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকার চারদিন পর ২২ ফেব্রুয়ারি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট চালুর মাধ্যমে উৎপাদন শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।