ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (০৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভবনে নতুন এ দাম ঘোষণা করে।
এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।
পাশাপাশি অটোগ্যাসের দাম চার টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুলাই মাসে এক টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এ ছাড়া সাড়ে পাঁচ কেজি সিলিন্ডারের দাম ৫৮৪ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫৯২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ১২২ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৬৫৩ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ১৮৩ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের চার হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরকেআর/আরএইচ