ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পদ্মা পেরিয়ে সুন্দরবনের পথে লংমার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
পদ্মা পেরিয়ে সুন্দরবনের পথে লংমার্চ

রাজবাড়ী: বৈরি আবহাওয়ার মধ্যে পদ্মা পার হয়ে সুন্দরবনের উদ্দেশে রাজবাড়ী পৌঁছেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা লংমার্চ।

বুধবার দুপুর পৌনে ১টায় এ প্রতিবেদন লেখার সময় রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা শেষে লংমার্চটি রাজবাড়ী শহরের বড়পুল এলাকার উদ্দেশে রওনা হয়েছে।



বড়পুল এলাকায় গাড়ি থেকে নেমে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গণসমাবেশস্থল রাজবাড়ী শহরের রেলওয়ের আজাদি ময়দানে পৌঁছাবেন তারা।

এ গণসমাবেশে সভাপতিত্ব করবেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির রাজবাড়ী জেলার আহ্বায়ক সুশান্ত কুমার রায়।     

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
এসআই/আরকে eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।