ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগে ই-অফিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগে ই-অফিস নসরুল হামিদ

ঢাকা: আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগের অফিসগুলোকে ই-অফিসে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার বিকেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী একথা জানান।



তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ-ওয়াই নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যার কাজ হলো- অফিসগুলোকে ই-অফিসের আওয়তায় নিয়ে আসা, অফিসগুলো ‘পেপারলেস’ করা।

তিনি আরও বলেন, আমার প্রথম কাজ হবে অফিসগুলো থেকে ফাইলের স্তূপ দূর করা। অফিসগুলোকে কাগজের স্তূপ থেকে মুক্ত করা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।