ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কোটালীপাড়াকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
কোটালীপাড়াকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে কোটালীপাড়াকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেছেন, কোটালীপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী বুধবার (১ মার্চ) সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন।



অপরদিকে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে গোপালগঞ্জে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টার দিকে স্থানীয় পৌরপার্কে এ মেলার উদ্বোধন করা হবে। মেলায় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার ৫০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্যের স্টল বসাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার গেট খোলা রাখা হবে, বলেন মোখলেসুর রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. হারুন, বিসিক শিল্প নগরীর সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন ও গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।