জেনারেশন থ্রি প্লাস সংবলিত ভিভিআর-১২০০ মডেলের এ পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের দায়িত্ব পাচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। এই ইউনিট দু’টি নির্মাণে সিংহভাগ অর্থ ঋণ বাবদ দিচ্ছে রাশিয়া, যার অংক ১০ দশমিক ৬ বিলিয়ন (এক হাজার ৬০ কোটি) ডলার।
হাঙ্গেরির পকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ দু’টি অতিরিক্ত ইউনিট স্থাপনে ২০১৪ সালের জানুয়ারিতেই চুক্তি হয়। কিন্তু সেসময় এটির বাস্তবায়ন ঠেকে যায় ইইউ’র হস্তক্ষেপে। জ্বালানি খাতে প্রতিযোগিতা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা থেকে তারা এ চুক্তির ব্যাপারে খোঁজখবর নেয়। তবে মঙ্গলবার আপত্তি তুলে নেওয়ার মধ্য দিয়ে হাঙ্গেরির এই প্রকল্পটি বাস্তবায়নে আর কোনো বাধা থাকলো না।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এইচএ/