মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৪ টার দিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভোল্টেজের কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পনির বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের ১৩২/৩৩ কেভি’র (কিলো ভোল্ট) একটি ট্রান্সফারমারে আগুন ধরে যায়।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটই বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা পর্যন্ত ইউনিট দু’টি চালু করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই