ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মিঠামইনে ৪৮১ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
মিঠামইনে ৪৮১ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের ৪৮১টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নের কাটখাল বাজারে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কাটখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মনির উদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মো. শফিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।