ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নেত্রকোনায় ২৬০ নতুন গ্রাহক পেলো বিদ্যুতের আলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ৩, ২০১৮
নেত্রকোনায় ২৬০ নতুন গ্রাহক পেলো বিদ্যুতের আলো

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া ও মহিষাটি গ্রামে নতুন ২৬০ জন গ্রাহক পেয়েছেন বিদ্যুতের আলো।

রোববার (৩ জুন) রাতে ইউনিয়নের বাজারে আয়োজিত অনুষ্ঠানে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মজিবর রহমান, সদর থানা আওয়ামী লীগের সদস্য মো. বাচ্চু মিয়া, দক্ষিণ বিশিউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল রহমান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান প্রমুখ।

ইউপি চেয়ারম্যান সিদ্দিক বাংলানিউজকে জানান, মহিষাটি ও দক্ষিণ বিশিউড়া গ্রামে ৬ দশমিক ৯৩৭ কিলোমিটার বিদ্যুতায়িত হয়েছে। ১ কোটি চার ৪ পাঁচ হাজার ৫০০ টাকা ব্যয়ে ২৬০ জন গ্রাহকের ঘরে বিদ্যুতের এ আলো পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।