ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ধামইরহাটে ১১৪ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
ধামইরহাটে ১১৪ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ নতুন বিদ্যুতের সংযোগ উদ্বোধন করছেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ১১৪টি পরিবারে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। 

সোমবার (২৩ জুলাই) বিকেলে ধামইরহাট পৌরসভার অন্তর্গত জয়জয়পুর গ্রামের ৫২টি এবং কোকিল মৌলবীপাড়া গ্রামের ৬২টি পরিবারে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসব বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম হানিফ রেজা, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।