ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু সিরাজগঞ্জ কমবাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ কমবাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদন শুরু করেছে। এ ইউনিটের উৎপাদিত আরও ১৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হলো। এ নিয়ে তিনটি ইউনিট থেকে উৎপাদনের পরিমাণ দাঁড়ালো ৬০০ মেগাওয়াট।

বুধবার (০১ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ কমবাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।  

শফিকুল ইসলাম বলেন, ২০১২ সালের অক্টোবরে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

পর্যায়ক্রমে ওই ইউনিটকে ৭৫ মেগাওয়াট বাড়িয়ে ২২৫ মেগাওয়াট করা হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট চালু করা হয়। আজ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে তৃতীয় ইউনিট চালু হলো। আগামী ডিসেম্বরে পূর্ণ উৎপাদনে গেলে ৭৫ মেগাওয়াট যোগ হয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।  

তিনি আরো বলেন, ২০১৯ সালের আগস্ট-সেপ্টেম্বরের দিকে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১১শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।