ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন ইয়াফেস ওসমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন ইয়াফেস ওসমান

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।  

আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে রূপপুর যান মন্ত্রী।

এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের সংস্থাপ্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯ 
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।