ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ত্রিপুরা থেকে আর বিদ্যুৎ কিনবে না বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ত্রিপুরা থেকে আর বিদ্যুৎ কিনবে না বাংলাদেশ সংবাদ সম্মেলনে কথা বলছেন দুই দেশের বিদ্যুৎ সচিব

ঢাকা: ভারতের ত্রিপুরা থেকে নতুন করে বাংলাদেশ আর বিদ্যুৎ আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ।

বৈঠক শেষে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন,  লাভজনক না হওয়ায় ভারতের ত্রিপুরা থেকে প্রস্তাবিত ৩শ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে না বাংলাদেশ। এছাড়া আমরা এমন কিছু জায়গা চিহ্নিত করেছি যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।

ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ বলেন, আমরা আশা করছি, দ্রুত রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে।  

তবে কবে নাগাদ উৎপাদনে আসবে সেটা তিনি জানাননি।

সোমবার ঢাকায় বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।