ঢাকা: বিদ্যুতের পাইকারি দাম গড়ে ১১ শতাংশ হারে বাড়াতে বিইআরসি‘র কাছে প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি)।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’র (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ মঙ্গলবার পিডিবি’র প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তেলের দাম সমন্বয় করার জন্য এ প্রস্তাব দিয়েছে পিডিবি।
তিনি জানান, পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। ১ মার্চ থেকেই নতুন হার কার্যকরের সুপারিশও করেছে পিডিবি।
তবে এ ব্যাপারে বিইআরসি নিয়ম অনুসারে গণশুনানি করবে বলেও জানান সেলিম মাহমুদ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে রোববার সংসদে বিদ্যুতের দাম বাড়ানোর আভাস দেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২