ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

কানাডায় মহিলা দলের ইফতার মাহফিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, জুলাই ২, ২০১৫
কানাডায় মহিলা দলের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল কানাডা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গত রোববার (২৮ জুন) কানাডার টরোন্টো শহরের বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমুনিটি সার্ভিসেস’র হল রুমে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ নাফিসা সালমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফোরাম অব কানাডার উপদেষ্টা নুরুল ইসলাম, কানাডা বিএনপির সভাপতি এজাজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক মুজিবর রহমান। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

কানাডা মহিলা দলের সাধারণ সম্পাদক রেহেনা আখতারের পরিচালনায় আলোচনায় অংশ নেওয়া নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- রাজিয়া চৌধুরী, জাকিয়া শবনম, শামসুন্নাহার, শামীমা আফরোজ, মাহফুজা আহমেদ, ইসমত আরা, কানিজ আক্তার, মাজারুল হোসেন রিপন, আব্দুল কাদির, হাফিজদ্দিন, এবি সজল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ, মিজানুর রহমান চৌধুরী, রিয়াদ হোসেন, ফরিদা বেগম, আব্দুল গনি, শামসুল ইসলাম, বেল্লাল হোসেন, হুসেইন সামাদ চৌধুরী, শামসুল মুক্তাদির, আরিফুর রহমান মিলন, মফিজদ্দিন, অধ্যাপক চৌধুরী আনোয়ারুল আল মাসুদ, রাবেয়া ওয়াহেদ, রুনা খাতুন, অধ্যাপক ফয়সাল আহমেদ প্রমুখ।

ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. সিরাজুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।