ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

কাতারে ঢাকা মহানগর (উওর) যুবলীগের সম্পাদক সংবর্ধিত

আনোয়ার হোসেন মামুন,কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, জুলাই ৫, ২০১৫
কাতারে ঢাকা মহানগর (উওর) যুবলীগের সম্পাদক সংবর্ধিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: ঢাকা মহানগর (উওর) যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে কাতারে সংবর্ধনা দিয়েছে যুবলীগ কাতার শাখা ।

শুক্রবার (০৩ জুলাই) কাতারের রাজধানী দোহায় নাজমা হৈ চৈ হোটেলে এ সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন যুবলীগ আল ওয়াকরা শাখা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাইফুল আলম। মঞ্চে আসন নেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি ওমর ফারুক চৌধুরী, সহসভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক আবু রাইহান, বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সহ সভাপতি আনোয়ার শাহ্‌, সাধারণ সম্পাদক নুরুল আলম, আওয়ামী লীগ কাতার শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,যুবলীগ কাতার শাখার সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি সুমন আহমেদ, সহ সভাপতি আলাউদ্দিন আলী, সহ সভাপতি এনামুল হক সানি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, আওয়ামী লীগ কাতার শাখার সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক জামাল সহ আরো অনেকে ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।