ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় জাতীয় শোক দিবস পালন

প্রবাস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ভিয়েনায় জাতীয় শোক দিবস পালন

ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।



এদিন সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

‍সভার শুরুতেই পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে রাষ্ট্র্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।

দূতাবাসের কাউন্সিলর শাবাব বিন আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারকগ্রন্থের সম্পাদক-প্রকাশক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া কমান্ডের বায়েজিদ মীর, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ড. শহীদ হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ভিয়েনা বাইতুল মোকাররম মসজিদের সভাপতি আবিদ হোসেন খান তপন, শাহ মো. ফরহাদ, আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম, রুহী দাস সাহা, এমরান হোসেন, বখতিয়ার রানা, নয়ন হোসেন, ইমরুল কায়েস, মোশারফ হোসেন আজাদ ও মনোয়ার পারভেজ প্রমুখ।

এদিকে শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিশু-কিশোদের পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।