ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

স্টকহোম এখন উৎসবের নগরী

মাহমুদ হাফিজ, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
স্টকহোম এখন উৎসবের নগরী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্টকহোম থেকে: বিশ্ব পানি সপ্তাহকে কেন্দ্র করে স্টকহোম এখন উৎসবের নগরী! এ উপলক্ষে বিশ্বের ১২০টি  দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা স্টকহোমে আসতে শুরু করেছেন।

শনিবার অফিস, আদালত ছুটি থাকায় নগরীতে উৎসবের আমেজ কিছুটা বাড়ে।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে দৃষ্টিনন্দন ব্যান্ডদলসহ বিশেষ শোভাযাত্রা বের করা হয়। স্টকহোমে এখন গ্রীষ্মকালীন আবহাওয়া বিরাজ করায় রাস্তাঘাট, ট্রেন-বাস, নগরীর সব আবাসিক হোটেলে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ওয়ার্ল্ড ওয়াটার উইককে কেন্দ্র করে নগরীতে অতিরিক্ত তিন হাজার অতিথির আগমন শুরু হওয়ায় স্টকহোমের পর্যটন স্পটগুলো ভিড়ে ঠাসা।

অতিথিদের স্বাগত জানাতে আরলান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে ওয়েলকাম ডেস্ক খোলা হয়েছে। শনিবার বিকাল থেকে পানি সপ্তাহ সম্মেলনের মূল ভেন্যু ভাসাগাতান সড়কে অবস্থিত স্টকহোম সিটি কনফারেন্স সেন্টারের ফকেট হাউজে রেজিস্ট্রেশন ডেস্ক খোলা হয়। রেজিস্ট্রেশনের শুরুর প্রথম দিনই  দক্ষিণ এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা নাম তালিকাভুক্ত করেন।

রোববার সকাল সাড়ে নয়টা (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) থেকে পানি সপ্তাহের ভেন্যু অংশগ্রহণকারীদের পদভারে মুখরিত হবে। সিটি কনফারেন্স সেন্টার পার্ক ও বহুতল ভবন সংবলিত একটা বিশালকায় ভেন্যু। এর ফকেট হাউজ, নোরা ল্যাটিন, মিউজিক হল, অডিটোরিয়াম, পিলার হল, লিটল থিয়েটার ও কংগ্রেস হলে ছয়টি পৃথক হলরুমে বিশ্ব পানি সপ্তাহ উদ্বোধন, আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে। সিটি কনফারেন্স সেন্টারের চত্বরে আয়োজন করা হয়েছে পানি সপ্তাহ এর প্রদর্শনী। প্রদর্শনীতে আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানি পানি সঙ্কট সমাধানে নিজস্ব উদ্ভাবন ও উদ্যোগ প্রদর্শন করবে।

শনিবার বিকালে স্টকহোম সেন্ট্রাল স্টেশনের ভাসাগাতান সড়ক দিয়ে কয়েক মিনিটেই সম্মেলনস্থলে পৌঁছানো গেল। অকুস্থলে চলছে প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি। পুরো এলাকা ও অলিগলি ওয়ার্ল্ড ওয়াটার উইকের লোগো সংবলিত ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। চত্বরে একাধিক তাঁবু ফেলে পৃথক পৃথক প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি চলছে। ইউনিসফ এর একজন স্টলকর্মী জানান, প্রদর্শনী চত্বরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শনিবার স্টকহোমের পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়। স্টকহোমের সেন্ট্রাল স্টেশন, ভাসা জাদুঘর, নরডিক জাদুঘর, ফটোগ্রাফি জাদুঘরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। লোকজন পর্যটন বাস ও বোটে স্টকহোমে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। ওয়ার্ল্ড ওয়াটার উইককে কেন্দ্র করে নগরীর সর্বত্র নানা দেশের নানা বর্ণ ও চেহারার মানুষের আগমন ঘটেছে বলে স্থানীয়রা জানান।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জেডএম/

** দিনে মৃত্যু ৫ হাজার, ১৮০ কোটি পায়না নিরাপদ পানি || মাহমুদ হাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।