ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

এমআরপি-এমআরভি পাবেন ভিয়েনা প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমআরপি-এমআরভি পাবেন ভিয়েনা প্রবাসীরা

ঢাকা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে এমআরপি-এমআরভি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গত বুধবার (১৬ সেপ্টেম্বর)। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় প্রবাসীদের মিলন মেলায়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সম্মানিত অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

ভিয়েনার হউফসাইল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো: আবু জাফর। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাউন্সেলর শাবাব বিন আহমেদ।

অনুষ্ঠনে বক্তব্য রাখেন এমআরপি-এমআরভি প্রজেক্ট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাসুদ রেজওয়ান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে এমআরপি-এমআরভি সেবা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রস্তাব দেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, রবিউল হাসান চৌধুরী, আকতার হোসেন, সামছুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরুল কায়েস প্রমুখ। প্রশ্নের জবাব দেন এমআরপি-এমআরভি প্রজেক্ট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাসুদ রেজওয়ান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যে দলেরই হোক তার রক্ষা নাই।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সব সমস্যার সমাধানে আমাদের সরকার সব কিছু করছে এবং করবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত, উদার ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টায় প্রবাসী বাঙালিদের আন্তরিক অংশগ্রহণই কেবল সফলতা  এনে দিতে পারে।

তিনি বলেন, প্রবাসে আপনারা প্রত্যেকেই একজন রাষ্ট্রদূত। আপনাদের আচার-আচরণ, কর্মকাণ্ডের মধ্য দিয়েই বাংলাদেশের ভাবমূর্তি বিদেশিদের কাছে ফুটে ওঠে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি তার নিজের লেখা দু'টি কবিতা পাঠ করে শোনান।

রাষ্ট্রদূত মো: আবু জাফর তার বক্তব্যে ভিয়েনায় দূতাবাস স্থাপন থেকে শুরু করে এ পর্যন্ত দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ড বর্ণনা করেন।

তিনি বলেন, অষ্ট্রিয়া প্রবাসীরা যেকোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা এখানে।

নজরুল ইসলাম বলেন, ভিয়েনায় দূতাবাস স্থাপনের প্রশ্নে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন। আমরা দূতাবাস পেয়েছি।

তিনি বলেন, ভিয়েনায় দূতাবাস হওয়ায় হাজার কিলোমিটার দূরে জার্মানির বার্লিনে আমাদের ছোটা-ছুটির অবসান ঘটেছে। আমরা আনন্দিত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অষ্ট্রিয়া প্রবাসী কয়েকজনের হাতে মেশিন রিডেবল পাসপোট (এমআরপি) তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।