ঢাকা: খবরের সন্ধানে এবার ইউরোপ সফরে গেলেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সপ্তাহ খানেকের সফরে তিনি চষে ফিরবেন বাল্টিক সাগর তীরের হিটলারের জার্মানি, আটলান্টিক মহাসাগর আর আল্পস পর্বতমালার মধ্যবর্তী ফ্রান্স, ভূমধ্যসাগর তীরের ইতালি ও নিম্নদেশ খ্যাত নেদারল্যান্ড এর মতো আধুনিক-উন্নত দেশ।
সব মিলিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত ৯ দিনে তিনি ৬ দেশের ৮টি সিটি কাভার করবেন। জার্মানির বার্লিন থেকে গ্রীসের এথেন্স, ফ্রান্সের প্যারিস, বেলজিয়ামের ব্রাসেলস, সুইজারল্যান্ডের জেনেভা ও জুরিখ, সবচেয়ে ইতালির ভ্যানিস ও মিলান সফর করবেন তিনি।
ওই সব দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক স্থান আর প্রাকৃতিক সৌন্দর্যের নির্যাস তিনি তুলে ধরবেন বাংলানিউজ পাঠকদের সামনে। তুলে আনবেন প্রবাসী বাংলাদেশিদের সুখ-দু:খ আর হাসি-কান্নার গল্প। মেলে ধরবেন জীবন সংগ্রামের অনেক অজানা অধ্যায়।
বুধবার রাত পৌন ১০টায় ইতেহাদ এয়ারলাইন্সের ইওয়াই ১৫৩ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। আবুধাবিতে ২ ঘণ্টা যাত্রা বিরতির পর কানেটিং ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৭টায় পৌঁছেন জার্মানির বার্লিন শহরে।
এর আগে সার্কভুক্ত ৪ দেশের সড়ক রুট পরিদর্শন কর্মসূচিতে ভুটানের থিম্পু থেকে রিপোর্ট কাভার করেন জাহিদুর রহমান। সার্ক সামিট কাভার করেন নেপালের কাঠমান্ডু থেকে। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের কুয়েত সফর করেও তিনি তুলে আনেন বিচিত্র সব সংবাদ। এবারের সফরে ইউরোপ প্রবাসীরা কোনো খবরের সন্ধান দিতে চাইলে যোগাযোগ করতে পারেন +৮৮ ০১৭১১ ৫২৪৮৬৫ নম্বরে বা zahidur.bn24@gmail.com মেইল ঠিকানায়।
জাহিদুর রহমানের খবরে চোখ রাখতে ক্লিক করুন বাংলানিউজে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
জেডএম/