বুধবার (২৩ আগস্ট) এশিয়ান টাউনে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে রেস্তোরাঁর উদ্বোধন করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল হক সাজু ও কাতারি স্পন্সরের পক্ষে মুহাম্মদ আলী আলনোয়াইমি।
বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন শরীফ, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, আলাউদ্দীন, আব্দুল মতিন পাটোয়ারী, শহিদুল হক, পেয়ার মোহাম্মদ, এস এম ফরিদুল হক, শফিকুল ইসলাম তালুকদার, হাজী বাশার সরকার, মকবুল হোসেন, মেজবাউল করিম বাবলা, এস এম ফরিদুল হক, শাহজাহান সাজু, সালাহউদ্দীন আহমদ প্রমুখ।
এ সময় আব্দুর রউফ, জামাল আহমদ, জামালউদ্দীন তফাদার, আবু সাইদ, সালেহ আহমদ খোকন, আনোয়ার হোসেন টিপু, আব্দুল খালেকও উপস্থিত ছিলেন।
কাতারের এশিয়ান টাউনে বাস করছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এছাড়া রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসীর বাস।
ইভিনিং স্পাইসি সব দেশের গ্রাহকদের কাছে আধুনিক আবহে বাংলা খাবারের স্বাদ ও পরিচয় তুলে ধরবে- এমন প্রত্যাশাই করছেন প্রবাসীরা।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএ/