ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালতামামি

বছরজুড়ে প্রযুক্তি দুনিয়ার গরম খবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বছরজুড়ে প্রযুক্তি দুনিয়ার গরম খবর বছরজুড়ে প্রযুক্তি খবর।

ঢাকা: বর্তমানে বিশ্বের অর্থনীতি, রাজনীতি, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, স্থাপত্য এমনকি সংস্কৃতিও সবচেয়ে বেশি প্রভাবিত হয় প্রযুক্তির মাধ্যমে।

২০১৭ সালে প্রযুক্তিবিশ্বে যোগ হয়েছে বেশ কিছু সাফল্য, উল্লেখযোগ্য আলোচনা-সমালোচনা। বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো প্রযুক্তি বিশ্বের সেরা আট-ফেস ডিটেক্টিং/রিকগনিশন সিস্টেমফেস ডিটেক্টিং/রিকগনিশন সিস্টেম
বছরজুড়ে আলোচনায় ছিল যন্ত্রের মাধ্যমে মানুষের মুখমণ্ডল শনাক্ত করার প্রযুক্তি।

অ্যাপল তাদের নতুন মডেলের হ্যান্ডসেটে সিকিউরিটি হিসেবে ফেস রিকগনিশন যুক্ত করে। ফোনের মালিক স্ক্রিনের সামনে তাকালেই যথেষ্ট, এ প্রযুক্তি সঠিক মানুষের মুখমণ্ডল শনাক্ত করে ফোনের লক খুলে দেবে।

এবছর চীনে লেনদেন, কোনো স্থানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও অপরাধী খুঁজে বের করার জন্য চালু হয়েছে ফেস আইডেন্টিফিকেশন ‘ফেস++’ (Face++)। উদ্ভাবকদের আশা সারা বিশ্বে এ প্রযুক্তি বিলিয়ন ডলারের ব্যবসা করতে যাচ্ছে। ফেসবুক ও ভুয়া নিউজফেসবুক ও ভুয়া নিউজ

২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভুয়া নিউজের আখড়া হয়ে ওঠায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছিল। বলা হয়েছিল, ফেসবুকের এসব ভুয়া নিউজ সবশেষ মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেছে।

এবছর শুরু থেকেই ভুয়া নিউজ ঠেকানোর জন্য ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে নেমেছিল। ভুয়া নিউজ প্রতিরোধে প্ল্যাটফর্মের বেশ কিছু পরিবর্তনও আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু অভিযোগ, এসব পরিবর্তন তেমন কোনো কাজে আসেনি।

আরও অভিযোগ ছিল, ফেসবুকে বিভিন্ন মানুষের পোস্ট আত্মহত্যামূলক ছবি, ভিডিও ইত্যাদি নিয়ে। ফেসবুক জানায় আত্মহত্যা প্রতিরোধে তারা অতিরিক্ত তিন হাজার কর্মী নিয়োগ দিচ্ছে। রোবট সোফিয়ারোবট সোফিয়া

২০১৭’র প্রযুক্তি বিষয়ক সংবাদের একটা বড় অংশ ছিল রোবট সোফিয়ার দখলে। এআই ক্ষমতাযুক্ত কথোপকথন চালাতে জানা রোবট সোফিয়া। সে বিশ্বের প্রথম রাষ্ট্রীয় নাগরিকত্ব পাওয়া রোবট। আর প্রশ্নের বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে সারা বিশ্বকে করেছে অবাক।

ডিসেম্বরে সোফিয়ার আগমন ঘটে বাংলাদেশে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দেয় তথ্য-প্রযুক্তির আসর ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’তে। বিটকয়েনবিটকয়েন
২০১৭’র শুরু থেকে শেষ পর্যন্ত প্রায়ই নিউজের প্রথম পাতায় দেখা গেছে এ নামটি। বিটকয়েন এক প্রকার ভার্চুয়াল মুদ্রা বা বিনিময় মাধ্যম। এটা কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান ইস্যু করে না। কোনো সরকার একে নিয়ন্ত্রণ করে না।

এ বস্তু নিয়ে আশঙ্কার কারণ, এর মান দ্রুত বেড়ে চলেছে। ২০১৭’র শুরুতে এক হাজার ডলারের বিট কয়েনের দাম বছরের শেষে ১৬ হাজার ডলারেরও বেশি গিয়ে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীদের মতে বিটকয়েনের মাধ্যমে রেকর্ড পরিমাণ অর্থ চোরাচালান সম্ভব। ব্যক্তিগত খরচে বিটকয়েন ব্যবহারের কারণে ভেনেজুয়ালার মুদ্রামান কমে গেছে। উত্তর কোরিয়া কাঁধের উপর নিষেধাজ্ঞার পাহাড় চেপেও বিট কয়েন ব্যবহার করে হ্যাকারদের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি করছে বলেও অভিযোগ। নেট নিউট্রালিটিনেট নিউট্রালিটি

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) একটি পলিসি বন্ধ করে দেয়, যা ‘নেট নিউট্রালিটি’ নামে পরিচিত। এর মাধ্যমে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো ব্লক করে দিতে পারবে। আবার আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাইটের গতি বাড়িয়েও দিতে পারবে।

এ সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে সমালোচিত হন এফসিসির চেয়ারম্যান অজিত পাই। আইনি জটিলতায় উবারআইনি জটিলতায় উবার

২০১৭’তে আলোচনায় ছিল আইনি জটিলতায় পড়া রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ঝামেলা হয় ইউরোপের ট্যাক্সি সংগঠনগুলোর সঙ্গে। তাদের দাবি উবার প্রচলিত পরিবহন আইন মেনে চলছে না। উবারের দাবি তারা কোনো পরিবহন প্রতিষ্ঠান নয়, বরং সেবাদানকারী ডিজিটাল প্ল্যাটফর্ম। ইস্যুটি ইউরোপিয়ান আদালত পর্যন্ত গড়ায়।

এছাড়াও, চালকদের উপর যৌন হয়রানির অভিযোগ এবং গুগলের প্রযুক্তি চুরির অভিযোগ তো আছেই। তবে বিশ্বের পাঁচশরও বেশি শহরে ব্যবসা বিস্তার করা ‘উবার’ দ্রুত-সাফল্য-অর্জন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আইফোন টেনআইফোন টেন

টেক জায়ান্ট এ বছর বাজারে এনেছে তাদের হ্যান্ডসেটের নতুন তিনটি মডেল- আইফোন এইট, আইফোন এইট প্লাস ও আইফোন টেন। এতে নতুন যুক্ত হয়েছে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তিসহ বেশ কিছু নতুনত্ব। তবে এতে নতুনত্ব খুব কমই রয়েছে বলে অভিযোগ অনেক গ্রাহকের। ড্রাইভারহীন গাড়িড্রাইভারহীন গাড়ি

এবছর বাজারে আসে টেসলার স্বনিয়ন্ত্রিত গাড়ি মডেল এক্স। টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক উন্মোচন করেন নতুন ইলেক্ট্রিক শক্তিচালিত ট্রাক। ২০১৯ নাগাদ এর প্রডাকশন শুরু হবে। ইলেক্ট্রিক গাড়ি নির্মাণের দৌড়ে থেমে নেই অন্য মোটর কোম্পানিগুলোও। ভলভো, বিএমডব্লিউ, ভক্সওয়াগন, অডি ও ফোর্ড ইলেক্ট্রিক গাড়ি প্রস্তুতের ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।