গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল অবৈধ দখলদাররা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হয়।
সোমবার সকালে সদর উপজেলার ৩০ নম্বর হরিদাসপুর মৌজার বিআরএসের ৪ নম্বর খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।
তিনি আরও জানান, আগামীতে পয্যায়ক্রমে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এ অভিযান পরিচালনাকালে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএ