ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

লুঙ্গি-গামছা পরে জুয়ার আসর থেকে ৪ জনকে ধরল পুলিশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, এপ্রিল ২৯, ২০২৫
লুঙ্গি-গামছা পরে জুয়ার আসর থেকে ৪ জনকে ধরল পুলিশ 

দিনাজপুর: কয়েকবার অভিযান চালিয়ে ধরা যাচ্ছিল না জুয়ার আসর বসানোর মূলহোতাকে। তবে কৌশল অবলম্বন করে লুঙ্গি-গামছা পরে দিনাজপুরের হাকিমপুর ‍উপজেলার হিলিতে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) তাদের দিনাজপুরের আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ইটাই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫) এবং একই উপজেলার পানিয়াল গ্রামের আজাহার আলী (৬০)। তাদের মধ্যে আনাম জুয়ার আসর বসানোর মূলহোতা।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই গ্রামে‌ নিজের মুরগির খামারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলেন আনাম। এর আগে অনেকবার অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। সোমবার রাতে অভিনব কায়দায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আনামসহ চারজনকে আটক করা হয়। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ১৮ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।  

আনাম জুয়া খেলার অভিযোগে করা আগের একটি মামলার পলাতক আসামি। এছাড়া তার নামে ডাকাতির মামলাও রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।  

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।