ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মোবাইলে নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড, ২ ছাত্র বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মে ৪, ২০২৫
মোবাইলে নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড, ২ ছাত্র বহিষ্কার

দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে সাতদিনের কারাদণ্ড ও দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।  

রোববার (৪ মে) সকালে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের উচ্চতর গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

 

কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায় জানান, পরীক্ষা শুরুর ৫ মিনিটের দিকে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিদর্শক দল একটি কক্ষে প্রবেশ করে। এসময় এক ছাত্রের কাছে মোবাইল দেখতে পেলে তাকে বহিষ্কার করা হয়। এরপর ওই মোবাইলের সূত্র ধরে অভিযুক্ত শিক্ষককে আমেনা বাকি স্কুল থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও একই পরীক্ষায় অন্য একটি কক্ষ থেকে নকল করার অভিযোগে আরও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা জানান, একটি চক্র মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পরীক্ষার প্রথমদিন থেকেই সক্রিয় ছিল। অনেক চেষ্টা করেও ধরতে পারা যাচ্ছিল না। অবশেষে সফলতা এসেছে। সহযোগিতাকারী ওই শিক্ষকের স্বীকারোক্তি মোতাবেক তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম আনোয়ার হোসেন। তিনি চিরিরবন্দর উপজেলার আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুলের গণিতের শিক্ষক। আর বহিষ্কার হওয়া ওই পরীক্ষার্থী উপজেলার এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী। একই দিনে ওই পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় আরও এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।