ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, মে ৮, ২০২৫
হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরুল কবির মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, হাতিরপুল পুকুরপাড় ফ্রি স্কুল স্ট্রিটে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। আজ ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়।

তিনি জানান, নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায়, নিহতের নাম শাহীনুর রহমান আশু। তার বাবার নাম আবেদ আলী। বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়া গ্রামে।

এদিকে হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি দোকানি জানান, ওই ব্যক্তিকে বুধবার (৭ মে) থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তার পরনের ময়লা পোশাক দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাকে খাবার দিয়েছিল।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।